Home » » পার্বতীপুরে খাগড়াবন্দ মাধ্যমিক বিদ্যালয় ১৮ বছরেও এমপিও ভুক্ত হয়নি

পার্বতীপুরে খাগড়াবন্দ মাধ্যমিক বিদ্যালয় ১৮ বছরেও এমপিও ভুক্ত হয়নি

চিলাহাটি ওয়েব ডটকম : 17 November, 2019 | 11:37:00 PM

আফজাল হোসেন ,চিলাহাটি ওয়েব : দিনাজপুর জেলাধীন পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া খনিজ শিল্প এলাকার নিকটবর্তী খাগড়াবন্দ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়টি শুধু স্বীকৃতি টুকু সম্বল করে দীর্ঘ ১৮ বছর হতে প্রতিক্ষার প্রহর গুনছে অথচ অবশেষে এমপিও ভুক্ত হতে না পেরে চরম হতাশার ও অনিশ্চিয়তায় গোটা শিক্ষা পরিবার। সরেজমিনে জানা গেছে উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯৯ সালে ৫০ শতক জমির উপর প্রতিষ্ঠিত হয়। এলাকায় শিক্ষা বিস্তারে অবদান রাখায় এবং কাঙ্খিত শর্ত পূরন করায় ২০০৫ সালে স্বীকৃতি এবং ২০০০ সালে পাঠদানের অনুমতি লাভ করে। স্বীকৃতিকে সম্বল করে ৭ জন স্টাপ নিয়ে বিনা বেতনে মানবতর জীবন যাপন করছেন তারা। এমপিও ভুক্তির সোনার হরিণের অপেক্ষায় প্রতিক্ষার প্রহর গুনতে গুনতে ১৮ টি বছর পেরিয়ে অবশেষে সাম্প্রতিক ঘোষিত এমপিও তালিকায় নাম না থাকায় বিদ্যালয়ে কর্মরত সকলের মাঝে চরম হতাশা ও অনিশ্চিয়তা দেখা দিয়েছে। সংশিষ্ট বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী অত্যন্ত মর্মবেদনা নিয়ে আবেগ জনিত কন্ঠে বলেন, জানি না আমাদের অপেক্ষার শেষ কোথায়? পরিবার পরিজন নিয়ে মহান পেশা শিক্ষকতার শান্তনা তো আর ক্ষুধা নিবারণ হয় না। বিদ্যালয় সভাপতি ও প্রবীণ আওয়ামীলিগ নেতা শাহাবুদ্দিন শাহ্ জানান, নি¤œ মাধ্যমিক বিদ্যালয়টির এমপিও ভুক্তির সব শর্ত পূরন আছে তবে শুধু মাত্র কাম্য শিক্ষার্থী সংখ্যা কাঙ্খিত না হওয়ায় তালিকায় বাদ পড়েছে। নিকটবর্তী মেীলভির ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমান দাবী করেন, মানবিক দিক বিবেচনা করে ২/১ টি শর্ত শিথিল করে হলেও অনতি বিলম্বে জনস¦ার্থে বিদ্যালয়টি এমপিও ভুক্ত করা প্রয়োজন।