Home » » পীরগঞ্জে ১১-২০ গ্রেডের চাকুরিজীবিদের ৮ দফা দাবিতে আলোচনাসভা ও কমিটি গঠন

পীরগঞ্জে ১১-২০ গ্রেডের চাকুরিজীবিদের ৮ দফা দাবিতে আলোচনাসভা ও কমিটি গঠন

চিলাহাটি ওয়েব ডটকম : 10 November, 2019 | 10:55:00 PM

আজম রেহমান, ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব: পেশাজীবি সংগঠন, ১১-২০ গ্রেডের সরকারী চাকুরিজীবিদের অধিকার আদায় ফোরাম,পীরগঞ্জ(ঠাকুরগাঁও)উপজেলা শাখার এক আলোচনাসভা উপজেলা শনিবার সন্ধায় উপজেলা স্বাস্থ্য বিভাগের হলরুমে প্রাণিসম্পদ বিভাগের কর্মচারী এসএ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্ব সম্মতিক্রমে এসএ আজম কে আহবায়ক ও মুকুল হোসেন কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ২০১৫ সালের ৮ম পে-স্কেল সংশোধনসহ বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারন ও গ্রেড সংখ্যা কমিয়ে আইএলও অনুযায়ী বেতন নির্ধারন, এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন, সকল পদে পদোন্নতি বা ৫ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান, টাইম স্কেল-সিলেকশন গ্রেড পূন:র্বহালসহ বেতন জৈষ্ঠ্যতা বজায় রাখা, সচিবালয়ের ন্যায় পদবী ও গ্রেড পরিবর্তন, সকল ভাতা বাজার চাহিদার ভিত্তিতে সমন্বয় সাধন, নি¤œ বেতনভোগীদের জন্য রেশন ও ১০০ ভাগ পেনশন চালু ও পেনশন গ্রাচুইটির হার ১ টাকা সমান ৫০০ টাকা নির্ধারন করা এবং কাজের ধরন অনুযায়ী পদনাম ও গ্রেড একিভুত করার এই ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে, স্বাস্থ্য বিভাগের ফার্মাসিষ্ট মো.মুকুল হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সভার সভাপতি এসএ আজম। অভ্যাগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব একেএম ইলিয়াস মাহমুদ, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা কমিটির আহবায়ক মো.গোলাবুল ইসলাম, সদ্য ১০ম গ্রেডপ্রাপ্ত উপ.সহকারী কৃষি অফিসার মো. মনজুর আলম তালুকদার, স্বাস্থ্রবিভাগের প্রধান সহকারী মো. মাইজুল ইসলাম, যুব উন্নয়ন বিভাগের ক্রেডিট সুপারভাইজার মো. মোজাহারূল ইসলাম, প্রাণিসম্পদ বিভাগের এফএ(এআই) মো. মোকাররম হোসেন, ল্যাব টেকনোলজিষ্ট হাফিজ উদ্দিন, স্যানিটারী ইন্সপেক্টর বকুল আলম, খাদ্য বিভাগের মোবাশ্বের রশেদ মিঠু, কৃষি সম্প্রসারন বিভাগের জিল্লুর রহমান শুভ, স্ব্াস্থ্য সহকারী সাহেরা বানু, প্রকল্প বাস্তবায়ন বিভাগের সাইফুল ইসলাম প্রমুখ। পরে বিভাগীয় সদস্য সচিবের পরিচালনায় সর্ব সম্মতিক্রমে এসএ আজম কে আহবায়ক ও মুকুল হোসেন কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন ও অনুমোদন দেয়া হয়।