Home » » বদরগঞ্জ রেলওয়ে ষ্টেশনকে মডেল ষ্টেশনে পরিনত করা হবে-রেলমন্ত্রি নুরুল ইসলাম সুজন

বদরগঞ্জ রেলওয়ে ষ্টেশনকে মডেল ষ্টেশনে পরিনত করা হবে-রেলমন্ত্রি নুরুল ইসলাম সুজন

চিলাহাটি ওয়েব ডটকম : 09 October, 2019 | 12:05:00 AM

আকাশ রহমান, বদরগঞ্জ ট্রতনিধি,চলিাহাটি ওয়বে : রংপুরের বদরগঞ্জ রেলওয়ে ষ্টেশনকে একটি মডেল রেলওয়ে ষ্টেশনে পরিনত করা হবে। এছাড়াও ষ্টেশনটিতে ওভারব্রীজ সহ সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে। মঙ্গলবার (০৮অক্টোবর) সন্ধ্যায় রেলওয়ে প্লাটফর্মে অনুষ্ঠিত পথ সভায় রেলমন্ত্রি নুরুল ইসলাম সুজন বাংলাদেশ সরকারের নানা উন্নয়নমুখি কর্মকান্ডের চিত্রপট তুলে ধরে বদরগঞ্জ উপজেলাবাসির উদ্দেশ্যে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন,রংপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল হক চৌধুরি ডিউক জেলা পুলিশ সুপার বিল্পব সরকার, বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, পৌর মেয়র উত্তম কুমার সাহা, উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক আহসানুল চৌধুরি টুটুল, বদরগঞ্জ থানার ওসি আরিফ আলি, বদরগঞ্জ রেলওয়ে ষ্টেশন মাষ্টার মাজেদ আলি প্রমুখ।