Home » » পার্বতীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আনসার সমাবেশ

পার্বতীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আনসার সমাবেশ

চিলাহাটি ওয়েব ডটকম : 04 October, 2019 | 10:30:00 PM

বিশেষ প্রতিনিধি দিনাজপুর,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের পার্বতীপুরে সুষ্ঠ্য ও সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আনসার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এ ছাড়াও অন্যান্যদের মাঝে উপজেলা নির্বহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী, উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রামানিক, উপজেলা প্রশিক্ষিকা মেহরুবাসহ সকল আনসার সদস্যরা সমাবেশে উপস্থিত ছিলেন। দূঃসময়ে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার সদস্যদের সাহসী ভূমিকার কথা উল্লেখ করে এসময় আগামীতে শান্তি শৃঙ্খলা রক্ষায় তাদের কাজ করে যাওয়ার আহবান জানান বক্তারা।