Home » » পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে নির্মিত ভবনের ছাদ ধ্বসে নিহত-২ ও আহত-৭

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে নির্মিত ভবনের ছাদ ধ্বসে নিহত-২ ও আহত-৭

চিলাহাটি ওয়েব ডটকম : 28 October, 2019 | 11:14:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে গতকাল ২৭ অক্টোবর বিকেলে চীনা কোম্পানীর পাওয়ার স্টেশন নির্মানের নতুন ভবনের ছাদ ঢালায়ের সময় ছাদ ধসে চাপা পড়ে নির্মান শ্রমিক ২ জন নিহত এবং ৭জন শ্রমিক আহতের ঘটনায় পৃথক পৃথক দু’টি কমিটি গঠন করা হয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান এর নির্দেশে ৪ সদস্য বিশিষ্ট্য কমিটির প্রধান হলেন, জিএম মোঃ ইফতেখাইরুল, ম্যানেজার জাহেদুল ইসলাম, মুন্সি আলাউল হক ও মোঃ আক্কাস আলী। দিনাজপুর জেলা প্রশাসকের নিদের্শে ক্রমে ডিডিএলজি’র মোঃ আব্দুর রহমান মিয়াকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট্য কমিটির সদস্যরা হলেন, ফুলবাড়ী সহকারী পুুলিশ সুপার সার্কেলের এএসপি মিয়া মোঃ আশিস বিন হাসান, পার্বতীপুর উপজেলা প্রকৌশলী মোঃ শামীম আকতার। জানা গেছে গত রবিবার বিকেলে বড়পুকুরিয়া কয়লা খনির ভেতরে ভবন নির্মাণের ছাদ ধ্বসে পড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পার্বতীপুরের পাশর্^বর্তী উপজেলা ফুলবাড়ীর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যানরা খবর পেয়ে দ্রুত খনির ভেতরে গিয়ে ভবন নির্মানের নিচ থেকে চাপা পড়া অবস্থায় দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। নিহতরা হলেন,দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউপির চৌহাটি গ্রামের প্রশান্ত (৩৫) ও ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির গুচ্ছগ্রামের মোঃ গোলামের ছেলে আকাশ (৩৫) নিহত হয়। আহত ৭ জনকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ফুলবাড়ী হাসপাতালে ভর্তির পরে তাদেরকে চিকিৎসা দিলে তারা নিজেকে সুস্থ্যবোধ মনে করলে হাসপাতাল থেকে নিজ বাড়িতে চলে যায়। একটি সূত্র জানায় খনি কর্তৃপক্ষ নিহতের দুই পরিবারের মাঝে আড়াই লাখ টাকা হারে ৫ লাখ টাকা দেয়া হয়েছে।