Home » » ঠাকুরগাঁওয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 24 October, 2019 | 11:37:00 PM

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : “রং তুলিতে রাঙ্গিয়ে তুলি চেতনায় শেখ রাসেল” এই শে¬াগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কুলের ছোট্ট শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার জেলার নবীন আলো নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে শহরের ড্রিমল্যান্ড স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
সংগঠনের সভাপতি সৈয়দ সিহাবের সভাপতিত্বে চিত্রাংকন শেষে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, ডা. শুভেন্দু কুমার দেবনাথ, ড্রিমল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক আজহার উদ্দীন তালুকদার, সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল আল রিয়াদ সহ সংগঠনটির সদস্যবৃন্দ। আলোচনা শেষে বিজয়ীদের মাছে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।