Home » » ধামোর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

ধামোর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 24 October, 2019 | 11:33:00 PM

এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী প্রতিনিধি,চিলাহাটি ওযেব : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সামশুল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বলরামপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন। ইউনিয়ন আও.লীগের সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় জেলা আও.লীগের যুগ্ন সম্পাদক আবু সারোয়ার বকুল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ আবু বক্কর সিদ্দিক অন্যানের মধ্যে স্থানীয় আও.লীগের যুগ্ন সম্পাদক মোঃ আঃ কুদ্দুশ, সাজ্জাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, প্রচার সম্পাদক মোঃ ওয়াজেদ আলী, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান গোলাপ প্রমুখ বক্তব্য রাখেন। দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির সিদ্ধান্ত নিলে আলোচনা সাপেক্ষে সভাপতি পদে মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মোঃ সাহেদুল জব্বার শাহীন, আগামী তিন বছরের জন্য সভাপতি ও সম্পাদক হিসেবে ঘোষনা করেন দলের সভাপতি মোঃ সাইদুর রহমান।