Home » » ডোমারে ইঁদুর নিধন অভিযান

ডোমারে ইঁদুর নিধন অভিযান

চিলাহাটি ওয়েব ডটকম : 21 October, 2019 | 10:59:00 PM

আব্দুল্লাহ আল মামুন.ভ্রাম্যমান প্রতিনিধি,চিলাহাটি ওয়বে : জেলার ডোমারে ঈদুর নিধন অভিযান উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে কৃষি সম্প্রসারন অধিদপ্তর ডোমার এই অনুষ্ঠানের আয়োজন করে। আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি এই বিষয়কে সামনে রেখে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে বণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। 

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাফর ইকবাল। এ সময় ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কনিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে ইঁদুর কিভাবে ফসলের ক্ষতিসাধন করে,বছরে এজন্য কতভাগ শষ্য নষ্ট হয় এবং কিভাবে ইঁদুর নিধন করতে হয় এ বিষয়ে দিক নির্দেশনা দেন কৃষিবিদ মোঃ জাফর ইকবাল। আলোচনা শেষে কৃষকদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।