Home » » পার্বতীপুরে পৃথক ঘটনায় তিন শিশুর মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিন শিশুর মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 12 October, 2019 | 11:01:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের পার্বতীপুরে পৃথক পৃধক দু’টি ঘটনায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, গত শুক্রবার দুপুরে উপজেলার ৯ নং হামিদপুর ইউনিয়নের রাঘবেন্দুপুর গ্রামে ভীমরুলের কামড়ে ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে আরাফাত (৬) ও বেলাল হোসেনের ছেলে নিশান (৫) গত শুক্রবার মায়ের সাথে পার্শবর্তী গ্রাম মফিজের ডাঙ্গা নানার বাড়ী যাচ্ছিল। পথে কাঠাল গাছে বাসা বাঁধা ভীমরুলের দল হঠাৎ উড়তে থাকে। প্রাণ ভয়ে অনেকে ছুটাছুটি করে পালিয়ে যায়। এসময় নিশান ও আরাফতকে ভীমরুলের দল কামড় দিলে আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে রাতে তাদের অবস্থার অবনতি হলে একজন বাড়ীতে অপরজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতেই মারা যায়। এদিকে, পার্বতীপুর পৌর শহরের সরকারপাড়া গ্রামের রানার ছেলে নিশাদ (৫) বাড়ির পাশের খালের পানিতে ডুবে মারা গেছে। শনিবার দুপুর থেকে সে নিখোঁজ ছিলো বলে জানায় তার পরিবার। খোঁজা খুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের খালে ভাসমান অবস্থায় বিকেলে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। উদ্ধারের পর স্থানীয় একটি বে-সরকারী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।