Home » » শুভ জন্মদিন আব্বু

শুভ জন্মদিন আব্বু

চিলাহাটি ওয়েব ডটকম : 15 September, 2019 | 6:09:00 PMশুভ জন্মদিন আব্বু 
 (রিদওয়ান রেজা রিয়াদ বিন মাহবুব ) 
(১৫/০৯/২০১৯)

 > নীলিমা শামীম < 

আজকের এই দিনে তুমি এসেছিলে
হেসেছিল সবে আনন্দকোলাহলে 
কেদেছিলে তুমি বাবা শুধু এই ভবে
নানী- দাদীর টানাটানি ছিল তবে!!

জন্ম তোমার মেট্রোপলিটন ক্লিনিকে 
ডাঃ জাহানারা আহম্মেদের মাধ্যমে
 অজ্ঞান নিথর ছিল নাকি শরীরটা 
ডাঃ সাহেবদের বোর্ড মিটিং শেষে
কেদেছিলে তুমি,!!

অজ্ঞান নিথর দেহে ছিলাম পরিচর্যায়
কোলে তুলে নেবার সৌভাগ্য হয়নি 
জন্মের পনেরদিন পরে পেয়েছিলে মাকে
অদ্ভুত সেই স্পর্শ আজো ভুলতে পারিনি!!

আমার অস্তিত্বের প্রথম স্পর্শ তুই বাবা 
আমার মাতৃত্ব্যের মা শব্দটা তুই বাবা 
আমার জীবনের সার্থকতা তুই বাবা 
একজন নারীর নারীত্ব পরিপূর্ণতা সন্তান 
আমার সেই সৌভাগ্য হয়ে তোর আগমন!!