Home » » ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা

ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা

চিলাহাটি ওয়েব ডটকম : 09 September, 2019 | 10:54:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত। সোমবার ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল সালাম চৌধুরীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আইন শৃঙ্খলা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ কানিজ আফরোজ, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: নীরু সামসুন্নাহার, ফুলবাড়ী উপজেলা আনসার ভিডিপি’র কর্মকর্তা মোঃ মইনুল হক, ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভূঁইয়া, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলাম চৌধুরী, বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ্ মোঃ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলাদিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোজাফ্ফর হোসেন, শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ মন্ডল, ফুলবাড়ী ২৯ বিজিবি’র নায়েক সুবেদার মোঃ মাহাবুব, ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল, ফুলবাড়ী সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার গুপ্ত, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষাক মোঃ আবুল হাসেম, সাবেক অবসর প্রাপ্ত শিক্ষক নাজিম মাস্টার, ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি চুন্নু টুডু, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রভাষক মোঃ শহিদ, সাংবাদিক মোঃ মেহেদী হাসান উজ্জল, যায়যায় দিন এর সাংবাদিক মোঃ রজব আলী। আয়োজনে ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন।