Home » » পার্বতীপুরে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য ও পরিচর্যা সু-নিশ্চিতকরণে মত বিনিময়

পার্বতীপুরে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য ও পরিচর্যা সু-নিশ্চিতকরণে মত বিনিময়

চিলাহাটি ওয়েব ডটকম : 07 September, 2019 | 11:28:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়বে : ডিআরআরএ লিলিয়ান ফন্ডস এর সহযোগীতায় পিআরআইসিডি প্রকল্পের পার্বতীপুরের স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) আয়োজনে পার্বতীপুরে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য ও পরিচর্যা সু-নিশ্চিন্তকরণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৭ সেপ্টেম্বর) পার্বতীপুর উপজেলা স্বাস্থ কপ্লেক্সের হল রুমে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ রজব আলী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্যানেটরী ইন্সপেক্টর ছবি রাণী দাস, স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম, এএইচআই শাখাওয়াত হোসেন, গোলাম হোসেন প্রমুখ। সভায় প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য ও পরিচর্যা সম্পর্কে বিষদ আলোচনা ও বেশ কিছু প্রস্তাবনা উপস্থাপন করেন বক্তারা। এ মত বিনিময় সভায় উপজেলার ১০টি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সিএইসসিপি ও অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চলান করেন ফিজিও থ্যারাপিস্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ।