Home » » ফুলবাড়ীতে গ্রাম বিকাশ কেন্দ্রের জনসচেতনতা মূলক আলোচলা সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে গ্রাম বিকাশ কেন্দ্রের জনসচেতনতা মূলক আলোচলা সভা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 05 September, 2019 | 11:56:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির আদর্শ কলেজ পাড়া গ্রামবিকাশ আলো প্রকল্প অফিসে যৌতুক, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ষান্মমাষিক জনসমাবেশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় গ্রাম বিকাশ আলো প্রকল্পের অফিসে শাহ মোঃ সাদিয়ার রহমান এর সভাপতিত্বে ষান্মমাষিক জনসমাবেশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গ্রাম বিকাশ আলো প্রকল্পের উপজেলা ম্যানেজার শাহ মোঃ সাদিয়ার রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ ফিরোজ আহম্মেদ এডভোকেসি অফিসার আলো প্রকল্প। এছাড়াও উপস্থিত ছিলেন, সিডিএফ এর মোঃ আইনুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, শাহানাজ পারভিন প্রমুখ। পরিশেষে ডা. সঞ্জয় ৮০ জন যুবক যুবতীদের রক্তের গ্রুপ পরীক্ষার উদ্বোধন করেন। এসময় গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকল্পের সকল কর্মকর্তা কর্মচারী , এবং ৩টি ইউনিয়নের ১০টি যুবদলের আদিবাসি বাঙ্গালী, জনগোষ্ঠির যুবসমাজ সুশিল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।