Home » » পার্বতীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কোচিং ফি বিতরণ

পার্বতীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কোচিং ফি বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 24 September, 2019 | 10:31:00 PM

বদরুদ্দোজা বুলু,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ডিআরআরএ লিলিয়ান ফন্ডস এর সহযোগীতায়, প্রোমোটিং রাইট ইনক্লুশন চাইল্ড উইথ ডিজএ্যাবিলিটি (পিআরআইসিডি) প্রকল্পের সহযোগীতায় স্থানীয় বেসরকারী উন্নয় সংস্থা কাম টু ওয়ার্কের (সিটিডাব্লিউ) আয়োজনে সংস্থাটির প্রশিক্ষণ কক্ষে পার্বতীপুরে ৩০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার ৯শত টাকা হারে কোচিং ফি বিতরণ অনুষ্ঠানে বেসরকারী উন্নয় সংস্থা কাম টু ওয়ার্কের (সিটিডাব্লিউ) এর নির্বাহী পরিচালক মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ মিথুন মুন্নী। প্রতিবন্ধীদের মধ্যে বক্তব্য রাখেন চলতি বছরে অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষায় পাশ করা শিক্ষার্থী নাজমুজ শাকিব। মনোমুগ্ধকর নাজমুজ শাকিবের বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মনোযোগ সহকারে শুনেন। উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ মিথুন মুন্নী বলেন, নাজমুজ শাকিব যে বক্তব্য দিয়ে সেখানে আমার আর কিছু বলার থাকে না। প্রতিবন্ধীদের বিষয়ে সব কিছুই তুলে ধরেছে সে। শুধু একটুকুই বলবো এ উপজেলার সকল প্রতিবন্ধীরা সরকারী ভাতা পাবেন। তিনি সকল প্রতিবন্ধী মায়েদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনার সন্তান কখনোই প্রতিবন্ধী মনে না করে তার যতœ নিন, খেয়াল রাখুন। আল্লাহ আপনাদের প্রতি সদয় হবেন। এরকম অনুষ্ঠানে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ মিথুন মুন্নী। পরে তিনি ৩০ জন শিক্ষার্থীদের হাতে কোচিং ফি বাবদ ৯ শত টাকা করে প্রতিবন্ধীদের হাতে তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কাম টু ওয়ার্কের (সিটিডাব্লিউ) নামক সংস্থাটির ফিজিও থেরাপিষ্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ।