Home » » পার্বতীপুরে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পার্বতীপুরে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 24 September, 2019 | 10:38:00 PM

অজয় বাঁশফোড়,বিশেষ প্রতনিধি,চিলাহাটি ওয়েব : সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসুচির আওতায় পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় গ্রাম বিকাশ কেন্দ্রের বাস্তবায়নে মঙ্গলবার সকাল ১০টায় হলদিবাড়ী জিবিকে এর পুষ্প একাডেমিতে পার্বতীপুরে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ৪টি বিদ্যালয় অংশগ্রহন করে। বিদ্যালয়গুলো হচ্ছে চেতনা বিকাশ মডেল স্কুল, জিবিকে পুষ্প একাডেমি,গ্রাম বিকাশ কিন্ডার গার্ডেন ও প্রচেষ্টা প্রি ক্যাডেট স্কুল। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে জিবিকে পুষ্প একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী শ্রী সৃষ্টি রায়, ২য় চেতনা বিকাশ মডেল স্কুল এর সিদরাতুল মুনতাহা নাইস ও ৩য় হয়েছে জিবিকে পুষ্প একাডেমির ছাত্র মাহামুদুল্লাহ রিয়াদ মাহিম। বক্তব্য শেষে পুরুস্কার বিতরণ করেন সারা মারান্ডি, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (সামাজিক ও অথনৈতিক উন্নয়ন)। এসময়ে উপস্থিত ছিলেন নুরে আলম সিদ্দিকী, প্রোগ্রাম ম্যানেজার (আলো প্রকল্প), রুমিনা হেমরম (ঐতিহ্য থেকে শিখন) কিউরেটর, সরলা মুর্মু, প্রোগ্রাম অফিসার (সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসুচি)। জিবিকে পুষ্প একাডেমি স্কুলের প্রধান শিক্ষককে ক্রেস্ট প্রদান করা হয়। এ অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন পুলক চন্দ্র দাস।