Home » » পঞ্চগড়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

পঞ্চগড়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 30 September, 2019 | 10:45:00 PM

সাব্বির হোসেন, পঞ্চগড় প্রতিনিধি,চিলাহাটি ওয়েব “কন্যা শিশুর অগ্রযাত্রা ,দেশের জন্য নতুন মাত্রা” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। 
এ উপলক্ষে সোমবার বিকেলে পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী এম ওয়াসি এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন,পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রুখশানা মমতাজ প্রমুখ। বক্তারা জাতীয় কন্যা শিশু দিবসের উপর আলোচনা করেন। এ সময় বিভিন্ন সংগঠনের সদস্য,বিভিন্ন্ শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী,সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।