আকাশ রহমান,বদরগঞ্জ প্রতিনিধিঃ, চিলাহাটি ওয়েব :
রংপুরের বদরগঞ্জে নকল প্রসাধনি সামগ্রির কারখানার সন্ধান মিলেছে। গত শনিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে বদরগঞ্জ থানার পুলিশ পৌরশহরের মুিন্সপাড়া মহল্লার মালেক মিয়ার ভাড়া বাড়িতে প্রসাধনির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল প্রসাধনি সামগ্রি উদ্ধার করে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ৩ ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে নেয়া হলে আটককৃত ৩ ব্যক্তির জেল ও জরিমানা করা হয়।
জানা যায়, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খোলাহাটি ধোপাকল বালাপাড়া গ্রামের সালাউদ্দিন লিটন নামের এক ব্যক্তি বদরগঞ্জ পৌরশহরের মুন্সিপাড়া মহল্লায় একটি বাড়ি ভাড়া নিয়ে গত ২ বছর হতে নকল প্রসাধনি সামগ্রি তৈরি ও বাজারজাত করে আসছেন। তার তৈরি পণ্যের কোন বৈধ কাগজপত্র ছিল না। গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ কারখানায় অভিযান চালিয়ে নকল প্রসাধনি কারখানার মালিক সালাউদ্দিন লিটন, কর্মচারি দ্বীন ইসলাম ও তানিন মিয়াকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে নেয়া হলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিট্রেট মাহমুদ হাসান মৃধা কারখানা মালিক সালাউদ্দিন লিটনকে ১মাসের জেল ও ১লক্ষ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১ মাসের জেল দেন। অন্য ২ জন কর্মচারির প্রত্যেকের ১০হাজার টাকা জরিমান ও অনাদায়ে ১৫দিনের জেল দেন এবং কারখানাটি সিলগালা করে দেন।
বদরগঞ্জ থানার ওসি আরিফ আলি জানান, সেখানে দীর্ঘদিন ধরে নকল পণ্য তৈরি এবং বাজারজাত করা হত। গোপন সংবাদের ভিক্তিতে ওই প্রসাধনি সামগ্রি কারখানায় অভিযান চালানো হয়। রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, প্রসাধনি কারখানাটির কোন বৈধ কাগজপত্র নেই। আমাদের এ অভিযান পরিবর্তিতে অব্যাহত থাকবে।