Home » » ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 29 September, 2019 | 10:18:00 PM

আব্দুল্লাহ আল মামুন, ভ্রাম্যমান প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডোমারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কামাল হোসেন(৩৬) নামে এক যুবকের ব্যক্তির মৃত্যু হয়েছে। 
শনিবার সন্ধ্যায় ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি গ্রামের সরকার পাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত কামাল সেখানকার আবুল হোসেনের ছেলে।
ডোমার থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল লতিফ জানান, নিজ ঘরে বৈদ্যুতিক পাখার সংযোগ স্থাপন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।