Home » » পার্বতীপুরে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সৃষ্টিতে আইজিএ প্রশিক্ষণ

পার্বতীপুরে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সৃষ্টিতে আইজিএ প্রশিক্ষণ

চিলাহাটি ওয়েব ডটকম : 23 September, 2019 | 11:21:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ডিআরআরএ লিলিয়ান ফন্ডস এর সহযোগীতায়, প্রোমোটিং রাইট ইনক্লুশন চাইল্ড উইথ ডিজএ্যাবিলিটি (পিআরআইসিডি) প্রকল্পের সহযোগীতায় স্থানীয় বেসরকারী উন্নয় সংস্থা কাম টু ওয়ার্কের (সিটিডাব্লিউ) আয়োজনে সংস্থাটির প্রশিক্ষণ কক্ষে পার্বতীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৫ দিন ব্যাপী কর্মসংস্থানের সৃষ্টিতে আইজিএ (কম্পোস্ট সার) বিষয়ে প্রশিক্ষণ সোমবার উদ্বোধন করেন বেসরকারী উন্নয় সংস্থা কাম টু ওয়ার্কের (সিটিডাব্লিউ) এর নির্বাহী পরিচালক মতিউর রহমান। 

প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহিদুল ইসলাম। 
এ প্রশিক্ষণে ৭ জন ছেলে ও ৩ জন মেয়ে শিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহন করেন। উদ্বেধনী অনুষ্ঠানটি সঞ্চালন করেন কাম টু ওয়ার্কের (সিটিডাব্লিউ) নামক সংস্থাটির ফিজিও থেরাপিষ্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ।