আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহািট ওয়েব : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঠাকুরগাঁও জেলা যুবদল।
শুক্রবার সকালে জেলা যুবদলের আয়োজনে শহরের চৌড়াস্তা মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বিএনপির শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
এসময় বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন,জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ,সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ,তথ্য বিষয়ক সম্পাদক মামুন,আইন বিষয়ক সম্পাদক রিজবী,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জাহিদ,থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক লিটন সহ বিএনপির নের্তীবৃন্দরা।
বক্তারা বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় পরিত্যাক্ত কারাগারে অসুস্থ করে মেরে ফেলার পাঁয়তারা করা হচ্ছে যা দেশের সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না। তাই অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।