Home » » লালমনিরহাটে এক ছাগলের ৮টি বাচ্চা প্রসব

লালমনিরহাটে এক ছাগলের ৮টি বাচ্চা প্রসব

চিলাহাটি ওয়েব ডটকম : 16 September, 2019 | 11:10:00 PM

লালমনিরহাট প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : ঃ লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গুড্ডিমারী ইউনিয়নের সুরুজপাড়া গ্রামে মোসলেম উদ্দিনের বাড়ীতে একটি ছাগল ৮টি বাচ্চা জন্ম দিয়েছে। রোববার বিকেলে সড়েজমিনে যেয়ে দেখা যায় বাস্তব এই চিত্র। এঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ওই বাড়ীতে শতশত উৎসুক জনতা বাচ্চাগুলো দেখতে ভীড় জমাচ্ছে। ছাগলের মালিক মোসলেম উদ্দিন জানান, শনিবার রাতে পালিত এই ছাগলটি পরপর ৮টি বাচ্চা জন্ম দেয়। পরদিন রোববার ১৪ সেপ্টেম্বর মহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকাবাসি বাচ্চাগুলো দেখতে বাড়ীতে ভীড় জমায়। তিনি জানান,বর্তমানে ৮টি বাচ্চায় ভালো আছে। যাতে বাচ্চাগুলোর কোন অসুবিধা না হয় সেজন্য হাতিবান্ধা উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন মোতাহারুল ইসলামকে অবগত করা হলে তিনি ছুটে এসে বাচ্চাগুলোর চিকিৎসা দিচ্ছেন। এব্যাপারে হাতিবান্ধা প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটেনারি সার্জন মোতাহারুল ইসলাম জানান, মা ছাগলের ডিম্বাশয়ে যতগুলো ডিম্বাণু বেচে থাকবে ততগুলো বাচ্চা জন্ম নিবে। তিনি বলেন, বাচ্চাগুলো যাতে সুস্থ্য থাকে সেজন্য সার্বক্ষণিক খোজ খবর নেয়া হচ্ছে এবং চিকিৎসা চলছে। তবে জীবনে এই প্রথম ঘটনা দেখলেন বলে জানান তিনি।