Home » » শিশুদের প্রতি সহিংসতা বন্ধে র্যালি ও আলোচনা

শিশুদের প্রতি সহিংসতা বন্ধে র্যালি ও আলোচনা

চিলাহাটি ওয়েব ডটকম : 14 September, 2019 | 6:30:00 PM

মিজানুর রহমান,কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শুক্রবার বিকালে শিশুর প্রতি সহিংসতা বন্ধে র্যালি, আলোচনা ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। বিশেষ অতিথি ছিলেন ওসি এম হারুন অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান, এমপি প্রতিনিধি মোঃ রেজাউল আলম স্বপন, বিশিষ্ট ঠিকাদার প্রমুখ। এর আগে ওই প্রতিষ্ঠান হতে শিশুর প্রতি সহিংসতা বন্ধে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এটির আয়োজন করেন কেল্লাবাড়ী মিশন ও কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।