বিশেষ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব :
সৈয়দপুর বিমান বন্দর সম্প্রসারণ কর্মসূচির কারণে ক্ষতিগ্রস্থ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের দুই শতাধিক পরিবার অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য ও বিমান বন্দরের নাম পার্বতীপুর-সৈয়দপুর আন্তর্জাতিক বিমান বন্দর করার দাবীতে মানববন্ধন করেছে। বুধবার বেলা ১১টায় পার্বতীপুর উপজেলা পরিষদ চত্তরে ক্ষতিগ্রস্থ এলাকা বানিয়া পাড়া, তাতিপাড়া, বন্দর পাড়া ভূজারীপাড়া ও মুন্সিপাড়া গ্রামের বাসিন্দারা এতে অংশগ্রহণ করেন। এর আগে তারা পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সৈয়দপুর বিমান বন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার জন্য বেলাইচন্ডী ইউনিয়নের বসত ভিটা ও আবাদী জমিসহ ৩১৪.২৫ একর জমি অধিগ্রহণের জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে তাদের পাঁচ গ্রামের মানুষ ছিন্নমূল জনগোষ্ঠীতে পরিণত হবে। বক্তারা ভবিষ্যত প্রজন্মের জীবন জীবিকার পথ নিশ্চিত করতে তাদের বসত ভিটার প্রতি শতক জমির ২৪ লাখ ও প্রতি শতক আবাদী জমির ১৫লাখ টাকা নির্ধারনের দাবী জানান। এছাড়া বিমান বন্দরে পার্বতীপুর উপজেলার ৩ শতাধিক একর জমি অর্ন্তভুক্ত হওয়ায় তারা সৈয়দপুুর বিমান বন্দরের নাম পরিবর্তন করে পার্বতীপুর-সৈয়দপুর আন্তর্জাতিক বিমান বন্দর করার দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন- মজিবুর রহমান, আজিজার রহমান, মোজাম্মেল হক, মাহাবুর রহমান, শাহাজান আলী সাজু, ওজাইয়ের ও আবদুল হালিম প্রামানিক। মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্থ পাঁচ গ্রামবাসীর পক্ষে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে দিনাজপুর জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।