Home » » আটোয়ারী উপজেলায় ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু

আটোয়ারী উপজেলায় ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু

চিলাহাটি ওয়েব ডটকম : 15 September, 2019 | 11:57:00 PM

এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব :পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শনিবার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক ভাবে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান একজন ভোটারের ছবি তোলার মধ্য দিয়ে এই ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় আটোয়ারী উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম সরকার, রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ, টেকনিক্যাল এক্সপার্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ, টিম লিডার মুহা. ফিরোজ নুর, এনতাজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৩ হাজার ১৮১ জন। মোট ভোটারের শতকরা ১০ ভাগ হিসেবে ৯ হাজার ২১৮ জনের ভোটার নিবন্ধন হওয়ার কথা। আগামী ৩০ সেপ্টেম্বর আটোয়ারী উপজেলায় ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ হবে বলে জানা যায়।