Home » , » চিলাহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চিলাহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 01 August, 2019 | 6:00:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে বিদ্যুতায়িত হয়ে হামিদুল ইসলাম (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিলাহাটি’র গোসাইগঞ্জ এলাকায় নিজ বাড়ির পাশে সেচ পাম্পে সংযোগ মেরামতের সময় সে বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামিদুল ওই এলাকার গোলজার হোসেনের ছেলে।
নিহতের পারিবারিক সুত্র জানায়, দুপুরে পল্লী বিদ্যুতের লোডশেডিং চলাকালীন সময়ে বাবা ও দুই ভাই মিলে বাড়ির পাশের সেচ পাম্পের সংযোগ তার মেরামত করছিল। হঠাৎ বিদ্যুৎ চলে আসায় হামিদুল বিদ্যুতায়িত হয়। বাবা ও আরেক ভাই দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পল্লী বিদ্যুতের এজিএম (ভারপ্রাপ্ত) মাকছুদুল হাসান বলেন, বিদ্যুতায়িত হয়ে নিহতের কোন অভিযোগ পাই নাই। তারা আমাদের না জানিয়েই অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ মেরামত করেছে। এখানে আমাদের কোন দায়বদ্ধতা নাই।