Home » » আগামী ১২ আগস্ট পবিত্র ঈদ উল আযহা

আগামী ১২ আগস্ট পবিত্র ঈদ উল আযহা

চিলাহাটি ওয়েব ডটকম : 02 August, 2019 | 7:31:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, তাই আগামী ১২ আগস্ট পবিত্রঈদ উল আযহা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ শুক্রবার বিকেলে তারা এমটি জানায়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৪৪০ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।