Home » » পার্বতীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

পার্বতীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 05 August, 2019 | 11:04:00 PM

অজয় বাশফোঁড়,বিশেষ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : আদিবাসী সংস্কৃতি চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বতীপুর উপজেলার আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে সোমবার সকালে পার্বতীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এদিবসটি উপলক্ষে সংগঠনের ব্যানারে একটি র‌্যালী পার্বতীপুর শহর প্রদক্ষিণ করে। র‌্যালীতে অংশ নেয় পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, ভাইস চেয়ারম্যান আমেরুল হক মমিন। পরে শহরের শহীদ মিনার চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রখেন জিবিকের প্রজেক্ট অফিসার এডভোকেসি ফিরোজ আহমেদ, পার্বতীপুর উপজেলা শাখার আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি বিমল মুর্মু, কলিন বাসফোঁড়, সেব স্টিয়ান হেমরম লিগ্যান প্রোমেটর এনডিএফ। বক্তারা বলেন, আদিবাসীদের সকল সমস্যা দ্রুত সমাধানসহ আলাদা ভুমি কমিশন গঠনের দাবি জানায়।