Home » » জোনাল পাট চাষী সমিতির নব নির্বাচিত

জোনাল পাট চাষী সমিতির নব নির্বাচিত

চিলাহাটি ওয়েব ডটকম : 05 August, 2019 | 11:19:00 PM

সহ-সভাপতিকে অভিনন্দন আকাশ রহমান,বদরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : জোনাল পাট চাষী রংপুর জেলা নির্বাহী কমিটির নির্বাচনে আব্দুর রউফ শাহকে সহ-সভাপতি নির্বাচিত করায় বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্দ শাহপাড়া সিআইজি (ফসল) সমবায় সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি রংপুর উপ-পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত জোনাল পাট চাষী সমিতি, রংপুর জেলা নির্বাহী পরিষদের নির্বাচনে খাগড়াবন্দ শাহপাড়া এলাকার সমাজসেবক আব্দুর রউফ শাহ সহ-সভাপতির পদে ভুষিত হন।