Home » » এনএনএমসির পার্বতীপুর শাখার বিশেষ সভা অনুষ্ঠিত

এনএনএমসির পার্বতীপুর শাখার বিশেষ সভা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 28 August, 2019 | 10:37:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : এনএনএমসির পার্বতীপুর উপজেলা শাখার অ্যাডভোকেসি প্লাটফরমের বিশেষ সভা স্থানীয় জিবিকে এর সিডিএল ভবনে বুধবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাসন্তি মুর্মু। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেকস/ইপারের অ্যাটটিং কান্ট্রি ডিরেক্টর আবুল হাসনাত, প্রোগ্রাম অফিসার শেখর চক্রবর্তী, এনএনএমসি’র কো-অডিনেটর নুরুল আলম শুভ, গ্রাম বিকাশ কেন্দ্রের সারা মারডি ও পাপন কুমার সরকার এনএনএমসি। সভায় আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আইনি অধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় বক্ত্য রাখেন, কুনিল বাশফোড়, অজয় বাশ ফোড়, বিমল মুর্মু, প্রধান শিক্ষক আবু এহিয়া প্রমুখ। এর আগে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাত করে এনএনএমসি’র সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় এবং আগামী মাসের প্রথম সপ্তাহে ইউএনও অফিসে একটি আলোচনাসভায় থাকবেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। অনুষ্ঠানটি সঞ্চালন করেন পার্বতীপুর উপজেলা শাখার অ্যাডভোকেসি প্লাটফরমের সহ-সভাপতি ও দৈনিক মানব বার্তা পত্রিকার সহকারী বার্তা সম্পাদক বদরুদ্দোজা বুলু।