Home » » ফুলবাড়ীতে উপজেলা আদিবাসী নারী ফোরাম গঠিত।

ফুলবাড়ীতে উপজেলা আদিবাসী নারী ফোরাম গঠিত।

চিলাহাটি ওয়েব ডটকম : 27 August, 2019 | 11:34:00 PM

আফজাল হোসনে ফুলবাড়ী, প্রতনিধিিচিলিাহাটি ্ওয়বে : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় আদিবাসী নারী ফোরাম গঠিত। গতকাল ২৭ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় ফুলবাড়ী বেসরকারি উন্নয়ন সংস্থা বেসিক এর উদ্যেগে ফুলবাড়ী আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি চুন্নু টুডু এর সভাপতিত্বে ৩৯ সদস্য বিশিষ্ট “ফুলবাড়ী উপজেলা আদিবাসী নারী ফোরাম” বেসিক অফিসে গঠিত হয়। এ সময় সভাপতি নির্বাচিত হন মিসেস: সাবিনা টুডু, সহ-সভাপতি মিস: ললিতা টুডু, সাধারন সম্পাদক মিস: বিউটি মার্ডি, সহ-সাধারন সম্পাদক মিস: লক্ষি মুর্মু, সাংগঠনিক সম্পাদক মিস: সেলিনা মুরমু, প্রচার সম্পাদক মিস: শিউলি কিস্কু, দপ্তর সম্পাদক মিস: এলিনা মুর্মু, তথ্য ও গবেষনা সম্পাদক মিস: সাবিনা মুর্মু, কোষাধ্যক্ষ মিস: অনামিকা সরেন । নারী ফোরাম গঠনে উপস্থিত ছিলেন বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, ও উপজেলা আদিবাসী স্টুডেন্ট এর সভাপতি রাজেন মার্ডি, যুব ফোরামের নেতা শ্রীমান হাঁসদা, বেসিক সংস্থার প্রোগ্রাম কর্ডিনেটর মি; সমরেশ টুডু, যুবনেতা সহেব মুর্মু।