Home » » পার্বতীপুরে সরকারী চাকরি জীবিদের মানববন্ধন

পার্বতীপুরে সরকারী চাকরি জীবিদের মানববন্ধন

চিলাহাটি ওয়েব ডটকম : 02 August, 2019 | 7:38:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের পার্বতীপুরে ১১ থেকে ২০ গ্রেডের সরকারী চাকরি জীবিদের ৮ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সম্মিলিত অধিকার আদায় ফোরাম রংপুর বিভাগীয় কিমিটির উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় পার্বতীপুর শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে এই কর্মসূচী পালিত হয়। ৮ দফা দাবীতে মানবন্ধনে বক্তব্য রাখেন ফোরামের রংপুর বিভাগীয় সমন্বয়কারী মনজুর রহমান, নীলফামারী জেলা সমন্বয়কারী সজীব কুমার দাস ও নীলফামারী জেলা সমন্বয়কারী মো: শামীম প্রমুখ। মানববন্ধনে বক্তারা দাবী আদায়ের লক্ষে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন। এর মধ্যে, ২০১৫ সালে প্রদত্ত ৮ম পে-স্কেল সংশোধনসহ বেতন বৈষম্য নিরসন, সকল পদে পদোন্নতি বা ৫ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান, এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনঃবহালসহ বেতন জেষ্ঠ্যতা বজায় রাখা, সচিবালয়ের ন্যায় পদবী গ্রেড পরিবর্তন করা, নিম্ন বেতন ভোগীদের জন্য শতভাগ রেশন চালু ও কাজের ধরণ অনুযায়ী পদ, নাম ও গ্রেড একিভূত করণ উল্লেখিত দাবীর মধ্যে অন্যতম।