Home » » রংপুরে ভোটার হতে আসা তরুন তরুনীদের মাঝে চকলেট বিতরণ

রংপুরে ভোটার হতে আসা তরুন তরুনীদের মাঝে চকলেট বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 22 August, 2019 | 10:46:00 PM

আকাশ রহমান, বদরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : সারাদেশে এক যোগে চলছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচী কার্যক্রম। এ কারণে ইউনিয়ন পরিষদগুলোতে সকাল থেকে বিকেল পর্যন্ত ভীড় জমাতে দেখা যাচ্ছে নতুন মুখো নতুন তরুন-তরুনীদের। তারাa সবাই নতুন ভোটার হওয়ার সুযোগ পেয়ে তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা। কিন্তু রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচী চলাকালে দেখা গেছে এক ভিন্ন চিত্র। সেখানে ভোটার হতে আসা তরুন-তরুনীদের শুভেচ্ছা ও স্বাগত জানাতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চকলেট দিয়ে তাদেরকে মিষ্টি মুখ করাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সরেজমিনে গেলে চোখে পড়ে লাইনে দাঁড়িয়ে থাকা তরুন তরুনীদের মাঝে বিদেশী চকলেট বিতনের মহোৎসব। সেখানে একদিকে চলছিল নতুন ভোটারের নিবন্ধন কার্যক্রম আর অন্যদিকে ইউপি চেয়ারম্যানের সৌজন্যে চলছিল চকলেট বিতরণ। তিনি নিজেই হালনাগাদ করতে আসা প্রতিটি ভোটারের হাতে হাতে চকলেট বিতরণ করেন এবং তাদের আবেগাপ্লুপাত অনুভুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত জনতা ইউপি চেয়ারম্যানের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানায়। এ বিষয়ে তালিকাভুক্ত হতে আসা লাইনে দাঁড়িয়ে থাকা অষ্টাদশী যুবতী মোছাঃ তানিয়া ইয়াসমিন, সুষ্মিতা সরকার, অপেক্ষমান মোঃ মাহাবুবার রহমান, মাহামুদুল হাসান জানায়, আমাদের বয়স আঠারো বছর পুর্ণ হয়েছে। সেইসাথে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ডাটাবেজে) নিজেদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় নিজেদেরকে গর্বিত মনে হচ্ছে। আজকের পর থেকে আমরাও বলব যে আমাদের ও নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা শুরু হলো। এ প্রসঙ্গে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত এই পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচী চলবে। এই ইউনিয়নে নতুন ভোটার সংখ্যা প্রায় ২২শত জন। এরই মধ্যে এখানে এক তৃতীয়াংশ নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছে। আগামী ৩দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচী সম্পন্ন হবে।