Home » » কিশোরগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শোক দিবস পালিত

কিশোরগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শোক দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 15 August, 2019 | 11:14:00 PM

মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কিশোরগঞ্জ উপজেলা অডিটরিয়াম হলে এসে সমাবেশে মিলিত হয়। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ সভাপতিত্বে উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যাম শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসরারুল হক ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ কিশোরগঞ্জ,উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাকীর হোসেন বাবুল সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কিশোরগঞ্জ,উপজেলা শাখা । আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ।, ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম ইসলাম ,কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ। কিশোরগঞ্জ উপজেলার সরকারী প্রাধমিক বিদ্যালয়ের আয়োজনে র‌্যালী ও চিত্রাংন প্রতিযোগিতা অনুষ্টিত হয়।