Home » » নীলফামারী-৪ আসনের সাংসদের হাতে ফুলের তোড়া দিয়ে দু’ ইউপি চেয়ারম্যানের জাতীয় পার্টিতে যোগদান

নীলফামারী-৪ আসনের সাংসদের হাতে ফুলের তোড়া দিয়ে দু’ ইউপি চেয়ারম্যানের জাতীয় পার্টিতে যোগদান

চিলাহাটি ওয়েব ডটকম : 13 August, 2019 | 11:34:00 PM

মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : জাতীয় পার্টিতে যোগদান করলেন কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান ও গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান অন্তিক। মঙ্গলবার দুপুরে নীলফামারী-৪ আসনের সাংসদ ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেলের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন এ দু’ ইউপি চেয়ারম্যান। যোগদান অনুষ্ঠানটি এমপি আহসান আদেলুর রহমান আদেলের মাগুড়াস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ রেজাউল আলম স্বপন। বক্তব্য রাখেন এমপি আহসান আদেলুর রহমান আদেল, জাতীয় পার্টিতে যোগদানকৃত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান, মারুফ হোসেন অন্তিক, বিশিষ্ট ঠিকাদার মোঃ রশিদুল ইসলাম রশিদ, সাবেক উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি সাইদুর রহমান। এসময় আদেল তার বক্তব্যে বলেন- জাতীয় পার্টি কোন নেতা ভিত্তিক দল নয়। পুরাতন ও নবাগত নেতাকর্মীদের নিয়ে জাতীয় পার্টি সুসংগঠিত আগামীর দল হবে জাতীয় পার্টি। পরে সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের রুহুর মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।