Home » » কিশোরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 31 August, 2019 | 6:42:00 PM

মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : কিশোরগঞ্জ উপজেলা স্টেডিয়াম মাঠে শনিবার বিকালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ আবুল কালাম বারী পাইলট। এতে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার শরিফা আখতার, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার  নুরুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার  আফজালুল ইসলাম প্রমুখ।
 এ রিপোর্ট লেখা পর্যন্ত খেলার প্রথমার্ধে নিতাই বাড়ীমধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ২-০ গোলে কেশবা মডেল ইউনাইটেড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।