Home » » ডেঙ্গু প্রতিরোধে আমেনা-বাকী স্কুলে সচেতনতামূলক আলোচনা সভা

ডেঙ্গু প্রতিরোধে আমেনা-বাকী স্কুলে সচেতনতামূলক আলোচনা সভা

চিলাহাটি ওয়েব ডটকম : 01 August, 2019 | 11:39:00 PM

দেলোয়ার হোসেন বাদশা,চিরিরবন্দর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা করেছে দিনাজপুরের চিরিরবন্দর আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। ১ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুল অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আজমল হক আলোচক হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করনীয় বিষয়ক আলোচনা করেন। এ সময় অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানসহ সকল শিক্ষকবৃন্দ ও ৫ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।