Home » » ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 03 August, 2019 | 10:39:00 PM

আজম রেহমান, ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁওয়ে পৃথক দুইটি ঘটনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। 
হরিপুরে শনিবার আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে টিউবওয়েলের খালের পানিতে ডুবে ইমরান নামে এক ১০ মাসের শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে সদর উপজেলা পরিষদের পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে ডুবে মারা যায় শুভ (১৩) নামে এক স্কুল ছাত্র। হরিপুরে নিহত ইমরান হরিপুর উপজেলার ২নং আমগাও ইউনিয়নের ভেটনা গ্রামের ইসাহাকের ছেলে। ইসাহাক জানান, শনিবার দুপুরে আমার স্ত্রী ছেলে ইমরানকে আঙিনায় খেলা করতে বসিয়ে বাড়ির কাজ করছিল।হঠ‍্যাৎ করে দেখে ইমরান আঙিনায় নেই।
এসময় ইমরানকে খোজাখুজি শুরু করলে আনুমানিক দুপুর ১টার দিকে আঙিনার পাশে টিউবওয়েলের খালে ভাসমান অবস্থায় ইমরানের মরদেহ দেখতে পাওয়া যায়। ২নং আমগাও ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার জানান, আঙিনায় খেলা করার সময় টিউবওয়েলের খালে পড়ে শিশু ইমরান মারা যায়। পরে ইমরানের মরদেহ তার পরিবারের সদস্যরা টিউবওয়েলের খাল থেকে উদ্ধার করে। 
অন্য ঘটনায় শনিবার দুপুর ১টা ১০মিনিটে শুভ ও তার সহপাঠীরা সদর উপজেলার পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে শুভকে তাঁর সহপাঠীরা দেখতে না পেয়ে খোঁজ শুরু করে। পরে ঘটনা স্থলে সদর উপজেলার ইউএনও আব্দুল্লাহ্ আল মানুন, পুলিশ,ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হন। তখন স্থানীদের সাথে উদ্ধার কাজে নামেন ফায়ার সার্ভিস। দীর্ঘ এক ঘন্টা খোঁজা-খুঁজির পর ঐ পুকুর থেকে শুভকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 শুভ ঠাকুরগাঁও সদর উপজেলার আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ও নিশ্চিন্তপুর মহল্লার মধু বিক্রেতা দুলাল আলীর ছেলে। শুভ'র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান ।