Home » » পার্বতীপুরে ঘুষের টাকাসহ মৎস্য কর্মকর্তা দুদকের হাতে আটক

পার্বতীপুরে ঘুষের টাকাসহ মৎস্য কর্মকর্তা দুদকের হাতে আটক

চিলাহাটি ওয়েব ডটকম : 09 July, 2019 | 10:56:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের পার্বতীপুরে ঘুষের টাকাসহ উপজেলা মৎস্য কর্মকর্তাকে হাতে নাতে আটক করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক জানায়, উপজেলার খুনিয়া পুকুর ও বড় উধাল নামক দুটি পুকুর খননসহ সংস্কার বাবদ ৪০লাখ টাকা বরাদ্দের পর চেক গ্রহণের জন্য টাকা দাবী করে পার্বতীপুর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল করিম সরকার। এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট মৎস্যজীবি সমিতির সদস্য তাজনগর শেখ পাড়া এলাকার ইয়াসিন আলীর ছেলে সবুজ ইসলাম ঘুষ বাবদ ৩ লাখ টাকা ইতোমধ্যে সেই মৎস্য কর্মকর্তা প্রদান করে। পরবর্তীতে মৎস্য কর্মকর্তা আবারও ঘুষ দাবী করলে হটলাইন ১০৬ নাম্বারে ফোনে অভিযোগ করলে দুদক কর্মকর্তারা ২০ হাজার টাকাসহ মঙ্গলবার দুপুর দেড়টায় তাকে হাতেনাতে আটক করে। এসময় উপস্থিত ছিলেন, দূর্নীতি দমন কমিশন (দুদক)’ র দিনাজপুর জেলার উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান, সহকারী পরিচালক আহাসানুল কবির পলাশ নেতৃত্বে উপ-সহকারী পরিচালক জিন্নাতুল ইসলাম, সহকারী পরিদর্শক ওবায়দুর রহমানসহ ছয় সদস্যের একটি দল। পরে সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল করিম সরকারকে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করে।