Home » » বদরগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময়

বদরগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময়

চিলাহাটি ওয়েব ডটকম : 04 July, 2019 | 11:19:00 PM

আকাশ রহমান,বদরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : রংপুরের বদরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত জেলা প্রশাসক আসিব আহসানের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও নবীরুল ইসলামের সভাপতিত্বে বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় উপজেলার উন্নয়ন, অবকাঠামো সম্ভাবনা ও নানাবিধ সমস্যাসমুহ তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা জাহানুর, বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসানুল হক চৌধুরী টুটুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ আতিয়ার রহমান দুলু, লোহানীপাড়া ইউপি চেয়ারম্যান রাকিব হাসান শাহ্ ডলু, মধুপুর ইউপি চেয়ারম্যান আয়নাল হক, গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন সেভেন্টি, বদরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মাহফুজার রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেজবাউল কবির সবুজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।