Home » » পার্বতীপুরে ভাইয়ের হাতে ভাই খুন

পার্বতীপুরে ভাইয়ের হাতে ভাই খুন

চিলাহাটি ওয়েব ডটকম : 03 July, 2019 | 11:00:00 PM

বিশেষ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের পার্বতীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই হাসান আলী (৪০) নামের এক ব্যক্তি সিহত হয়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার মন্মথপুর ইউনিয়নের তাজনগর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ৯ শতক বন্ধকী জমি নিয়ে ছোট ভাই হোসেন আলীর (৩৫) সঙ্গে বড় ভাই হাসান আলী (৪০) ও তার স্ত্রী মনিরা পারভীনের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সেই জমিতে বীজ রোপন করতে গেলে ছোট ভাই হোসেন বাঁধা দিলে সৃষ্টি হয় বাকবিতন্ডা। প্রত্যক্ষদর্শী দেলোয়ার হোসেনের স্ত্রী বুলবুলি বেগম জানায়, বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এসময় হোসেন আলীর স্ত্রী হাসিনা বেগমের সাথে বড় ভাই হাসান আলীর স্ত্রী মনিরার হাতাহাতি হয়। এসময় হেসেন আলী তার হাতে থাকা লাঠি দিয়ে মাথায় আঘাত করলে হাসান ও তার স্ত্রী মনিরা মাটিতে পড়ে যায়। তাদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয় তাদের। পরে সন্ধা ৬ টায় কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষনা করেন। এদিকে তার স্ত্রী মনিরা বেগম মাথায় আঘাত নিয়ে গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, নিহতের ছেলে নবম শ্রেণিতে পড়–য়া মনিরুল ইসলাম জানায়, চাচা হোসেন আলী টাকার বিনিময়ে কয়েক বছরের জন্য তার বাবার কাছে ৯শতক জমি বন্ধক রাখে। নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্বে টাকা ফেরত না দিয়ে সেই জমি দখল করতে যায় অভিযুক্ত হোসেন। বাঁধা দিলে তার লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়। সে বাবার এ হত্যাকান্ডের সুষ্ঠ বিচার কামনা করেন। নিহত হাসান একই গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।