Home » » ফুলবাড়ীতে দাখিল মাদরাসার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

ফুলবাড়ীতে দাখিল মাদরাসার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : 26 July, 2019 | 11:23:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী দাখিল মাদরাসার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ। শুক্রবার বেলা ১১ টায়, খয়েরবাড়ী দাখিল মাদরাসা প্রাঙ্গনে, স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির প্রতিনিধি হিসেবে তিনি এই ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এসময় খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ডাবলু, খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক, খয়েরবাড়ী দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মছির উদ্দিন ও খয়েরবাড়ী দাখিল মাদরাসার সুপারিনটেন্ড মাওঃ এনামুল হকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গগণ। ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যায়ে উপজেলার খয়েরবাড়ী দাখিল মাদরাসার একাডেমিক ভবন নির্মান কাজ শুরু হয়েছে।