Home » » কিশোরগঞ্জে ছেলেধরা গুজবে শিক্ষাঙ্গনে পাহারা

কিশোরগঞ্জে ছেলেধরা গুজবে শিক্ষাঙ্গনে পাহারা

চিলাহাটি ওয়েব ডটকম : 25 July, 2019 | 11:20:00 PM

মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ছেলেধরা গুজবে শিক্ষাঙ্গনে উদ্বিগ্ন অভিভাবকরা পাহারা থাকছেন। আতংকের কারণে অনেক অনেক শিক্ষাঙ্গনে শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মন্দিরভিত্তিক বিদ্যালয়গুলোতে উদ্বিগ্ন অভিভাবকরা পাহারা থাকছেন। কারণ তাঁরা ছেলেধরা গুজবে ভীষণ আতংকিত। শিক্ষাঙ্গনগুলোর শেষ ঘন্টা না বাঁজা পর্যন্ত অভিভাবকরা অপেক্ষা করেন। এর মধ্যে মা’ অভিভাবকের সংখ্যা বেশী। অনেক শিক্ষকের সাথে ছেলেধরাদের সাথে যোগসাজস রয়েছে বলে এমন গুজবে আতংকিত রয়েছে অভিভাবকরা। এদিকে আতংকের কারণে অনেক শিক্ষাঙ্গনে শিক্ষার্থী কম আসছে। এ ব্যাপারে শিশু নিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায়ের সাথে কথা তিনি বলেন, ছেলেধরা গুজবের কারণে বিদ্যালয়ে উপস্থিতির হার কমেছে। এলাকায় কোনো ঘটনা হলে ছেলেধরা সন্দেহে আটক করে গনপিটুনির প্রবনতা বাড়ছে। গত ২০ জুলাই কিশোরগঞ্জ সদও ইউনিয়নের যদুমনি গ্রামে এক বাড়ীতে বিপথগামী যুবক আনোয়ার(২৫) গোসলখানায় উঁকি মারায় তাকে তাড়া করে বাড়ীর লোকজন। ছেলেধরা সন্দেহে শ’ শ’ লোক তাকে ধাওয়া করে আটকিয়ে গনপিটুনী দেয়। পরে তাকে কিশোরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। কিশোরগঞ্জ থানার অফিসার ইন চার্জ হারুন অর রশিদের সাথে কথা হলে তিনি বলেন, ‘গুজব প্রতিরোধের জন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে সচেতনমুলক সভা করছি। এছাড়া বিভিন্ন হাট-বাজাওে পথসভা করছি। যাতে এই গুজব বড় আকার ধারণ না করে। আজ বৃহস্পতিবার থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে লোকজনকে সজাগ করা হবে।’