Home » » পঞ্চগড়ের আটোয়ারীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 21 July, 2019 | 11:14:00 PM

এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের আটোয়ারীতে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানাগেছে, রবিবার দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার (সোকজ পাড়া) মোঃ সাইফুল ইসলামের দের বছরের কন্যা সন্তান রতœা বাড়ির পাশে খেলতে খেলতে পাশের ধান ক্ষেতের পানিতে পরে যায়। পরে শিশুটিকে পানিতে পড়া দেখে তাকে পানিতে তুলে এনে দ্রুত আটোয়ারী হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় আটোয়ারী হাসপাতালে পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির জানান, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এদিকে ধামোর ইউপি চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম দুলাল জানান, এখন বর্ষার ভরা মৌসুম তাই নিজ নিজ শিশু বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হবে এবং কি প্রতিবেশিদেরও সব শিশু বাচ্চাদের প্রতি সজাগ থাকতে হবে। শিশু রতœার মুত্যৃতে আমরা ধামোর ইউনিয়নবাসী শোকাহত।