Home » » ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিল সেবনকালে কলেজ ছাত্রলীগ সভাপতি আটক

ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিল সেবনকালে কলেজ ছাত্রলীগ সভাপতি আটক

চিলাহাটি ওয়েব ডটকম : 21 July, 2019 | 11:00:00 PM

আজম রেহমান,ঠাকুরগাঁও জেলা ব্যুরো, চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের মাদক স্পট খ্যাত সেনুয়া এলাকায় রবিবার দুপুরের দিকে প্রকাশ্যে ফেন্সিডিল সেবনকালে কর্তব্যরত পুলিশের হাতে আটক হয়েছে পীরগঞ্জ কলেজ ছাত্রলীগ সভাপতি মো. রিগান আলী। বিসয়টি এখন টক অব দা টাউন। জানা যায়, ২১ জুলাই দুপুর ৩ টার দিকে উপজেলার মাদক স্পটখ্যাত সেনুয়া পাকা রাস্তার উপর দ্বাড়িয়ে প্রকাশ্যে ভারতীয় ফেন্সিডিল সেবন করছিলেন পীরগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিগ্যান আলী। এ সময় লোহাগাড়া থেকে থানা অভিমুখে ফেরার পথে থানার সাব-ইন্সপেক্টর মো. শাখাওয়াত আলী ও সঙ্গীয় ফোর্সের মুখোমুখি হলে ঘটনাস্থল থেকে রিগান আলীকে গ্রেপ্তার করে পুলিশ। রিগান আলীকে থানায় নেয়ার পর স্থানীয় আ'লীগ নেতারা থানা হাজত থেকে ছাড়িয়ে নেয়ার জন্য ব্যাপক দেনদরবার শুরু করে। বিষয়টি এলাকায় টক অব দা টাউনে পরিনত হয়েছে। রিগান আলী শহরের জগথা ষ্টেশন এলাকার আলীর পুত্র। থানার অফিসার ইনচার্জ মো. বজলুর রশিদ বলেন, প্রকাশ্যে ফেন্সিডিল সেবনরত অবস্থায় কর্তব্যরত পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে রিগান। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।