Home » » ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি

চিলাহাটি ওয়েব ডটকম : 01 July, 2019 | 11:21:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নির্দেশ ক্রমে রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতা প্রদান সহ পেনশন প্রথা চালুর দাবীতে ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা, পৌরসভার প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। রবিবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ফুলবাড়ী পৌর শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে সকল কর্মকর্তা কর্মচারীরা দাবী আদায়ে পৌরসভার প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কর্মকর্তা কর্মচারীর সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ তিনি বলেন, আমরা গত ৫ মাস ধরে পৌর সভা থেকে কোন বেতন পাই না, মাসের পর মাস এভাবে চলতে থাকলে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। তাই আমরা সরকারের কাছে দাবী জানাচ্ছি সরকারী কোষাগার থেকে শতভাগ বেতন ভাতা ও পেনশন সহ সকল সুযোগ সুবিধা দিতে হবে। আমাদের দাবী মেনে না নিলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে। অবস্থান কর্মসূচি পালন কালে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশন ফুলবাড়ী শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক ও হিসাব শাখার শেখ সাহার আলী, ভারপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, হিসাব রক্ষক মোছাঃ জিয়াবুন নেছা, টিকাদানকারী সুপারভাইজার শেখ সোহরাব আলী হীরা, পরিতোষ কুমার রায়। অবস্থান কর্মসূচিতে ফুলবাড়ী পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন ফুলবাড়ী পৌরসভার র্কমর্কতা কর্মচারীবৃন্দ।