Home » » পার্বতীপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পার্বতীপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

চিলাহাটি ওয়েব ডটকম : 18 July, 2019 | 11:10:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুশীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে র‌্যালী ও আলোচনাসভা শেষে পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মো: সামসুজ্জামান, কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামান, মৎস্য বীজ উৎপাদন খামার পার্বতীপুরের খামার ব্যাবস্থাপক আব্দুস সালাম প্রামানিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আংগুরী বেগম, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।