Home » » পার্বতীপুরে জিবিকে’র মৎস্য সপ্তাহ উদযাপন

পার্বতীপুরে জিবিকে’র মৎস্য সপ্তাহ উদযাপন

চিলাহাটি ওয়েব ডটকম : 18 July, 2019 | 5:52:00 PM

বিশেষ প্রতিনিধি, অজয় বাঁশফোড়,চিলাহাটি ওয়েব : “মাছ চাষে গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুশীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে সারাদেশের ন্যায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় পার্বতীপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা জিবিকে এর বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের প্রধান প্রধান সড়কসহ হলদিবাড়ী এলাকায় র‌্যালী প্রদক্ষিণ শেষে জিবিকে কার্যালয়ে দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তব্য রাখেন জিবিকে’র ডেপুটি হেড অব অপারেশন মনিরুজ্জামান চৌধুরী ও মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম। বক্তারা বলেন, চাষী ভাইদের মাছ চাষের সম্ভাবনা ও চাষের গুরুত্ব সম্পর্কে জানতে হবে। এসময় উপস্থিত ছিলেন জিবিকে’র ডেপুটি হেড অব অপারেশন মাইক্রো ফাইনান্স আমিনুল ইসলাম, আলো প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার নুরে আলম সিদ্দিকী নিউটন, এটিএম ফরহাদুজ্জামান সিনিয়র ম্যানেজার (ফিন্যান্স এ- এ্যাকাউন্টস), সারা মারডি-সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (এসইডি), পিএম (কৃষি-মৎস্য ও প্রাণি সম্পদ) লিয়াকত আলী, প্রাণি সম্পদ কর্মকর্তা ড. স্বপন খালকো ও কৃষি কর্মকর্তা মেহেদুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে মৎস্য চাষী ও ব্যবসায়ীগণেরা উপস্থিত ছিলেন।