Home » » ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ১ মটরসাইকেল আরোহী নিহত

ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ১ মটরসাইকেল আরোহী নিহত

চিলাহাটি ওয়েব ডটকম : 12 July, 2019 | 11:57:00 PM

আফজাল হোসেন ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ফজলে রাব্বী (২৪) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ১২ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় পৌর শহরের ঢাকা মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মটরসাইকেল আরোহী ফজলে রাব্বী ফুলবাড়ী পৌর এলাকার পুর্ব গৌরীপাড়া গ্রামের মকলেছার রহমানের পুত্র। এই ঘটনায় ঘাতট ট্রাক ও চালক রজব আলীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আটক ট্রাক চালক রজব আলী, দিনাজপুর সদর উপজেলার কাশেমপুর গ্রামের আফতাব আলীর ছেলে। ফুলবাড়ী থানার ওসি মো.ফকরুল ইসলাম ও প্রত্যক্ষ দর্শিরা বলেন, মটরসাইকেল আরোহী ফজলে রাব্বী মটর সাইকেল যোগে ফুলবাড়ী রেলগেট বাজার থেকে নিমতলা মোড়ে যাওয়ার পথে ঢাকা মোড় নামক স্থানে এসে রাস্তায় পড়ে যায়। এসময় পিছন দিক থেকে আসা (ঢাকা মেট্র-ট-১৪-৪৭২৭) দিনাজপুর গামী একটি ট্রাক মটর সাইকেল আরোহী ফজলে রাব্বীর মাথায় চাপা দিলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।