Home » » আটোয়ারীতে মোটরসাইকেল চুরি

আটোয়ারীতে মোটরসাইকেল চুরি

চিলাহাটি ওয়েব ডটকম : 08 June, 2019 | 11:48:00 PM

এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের আটোয়ারী হাসপাতালের ভিতরে অসুস্থ্য স্ত্রীকে দেখতে গিয়ে নিচে এসে দেখে গাড়ি নেই। এমন ঘটনাটি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এর ভিতর গত শুক্রবার রাতে ঘটে। ঘটনাস্থলে গিয়ে জানাগেছে, আটোয়ারী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেসমেন্ট কলেজ এর প্রভাষক মোঃ শাহজাহান আলী’র ক্রয়কৃত বাজাজ কোম্পানির ১শ সিসি’র নীল রংয়ের গাড়িটি নিয়ে হাসপাতালের ভিতরে অসুস্থ্য স্ত্রীকে দেখতে যায়। এসে দেখে সেই গাড়িটি আর নেই। সঙ্গে সঙ্গে আটোয়ারী থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে সমস্ত রাস্তার মোড়ে গাড়ি চেক করেও কোন সন্ধান পাননি। এই ঘটনায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জয়ন্ত কুমার শাহ চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, এই থানায় গাড়ি চুরি একরকম বন্ধই হয়ে গেছে আবার হঠাৎ করে গাড়ি চুরি হলো বিষয়টি খ্বু চিন্তার বিষয়। তবে আমরা আমাদের নিজস্ব সমস্ত সোর্সদের কাজে লাগিয়েছি খুব দ্রুত এই গাড়ি উদ্ধার হবে বলে নিশ্চিত করেন তিনি।