Home » » চিরিরবন্দরে তিন দিনে ঈদুল ফিতর পালিত

চিরিরবন্দরে তিন দিনে ঈদুল ফিতর পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 06 June, 2019 | 11:46:00 PM

দেলোয়ার হোসেন বাদশা,চিরিরবন্দর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তির কারণে দিনাজপুরের চিরিরবন্দরে তিন দিনে পালিত হলো ঈদুল ফিতর। উপজেলার বেশ কিছু গ্রামের মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে গত ৪ জুন মঙ্গলবার ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। ৫ জুন সারা দেশের সাথে ঈদুল ফিতর পালন করেন আরো কিছু মানুষ। আর সবশেষে বৃহস্পতিবার তৃতীয় দিনে পাঁচ গ্রামের প্রায় ৪ হাজার মানুষ ঈদ জামাতে অংশ নিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। ঈদ পালন করা গ্রামগুলো হচ্ছে আব্দুলপুর ইউনিয়নের দক্ষিন শুকদেবপুর ও নান্দেড়াই, সাইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী ও ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি ও দক্ষিণ নগর গ্রামের আংশিক লোকজন। চিরিরবন্দর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ইমাম আব্দুল মান্নান বলেন, চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তির কারণে আমরা তারাবীর নামাজ আদায় করি এবং সেহরি খেয়ে রোজা রাখি। তাই আমরা ৩০ রোজা পূরণ করে ঈদের নামাজ আদায় করলাম।